Top
সর্বশেষ

হল খোলার দাবিতে উত্তাল রাবি

২১ ফেব্রুয়ারি, ২০২১ ২:০০ অপরাহ্ণ
হল খোলার দাবিতে উত্তাল রাবি

আবাসিক হলসহ ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ‘‌‌দাবি মোদের একটাই, হল-ক্যাম্পাস খোলা চাই’ স্লোগান ও ব্যানারে আন্দোলন শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের আমতলা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় আন্দোলনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তারা একাধিকবার হল খেলার বিষয়ে অনুরোধ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

এরপর ফেব্রুয়ারি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে আজকের এই আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণেই আজ দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। আমরা এখন আর ক্যাম্পাসের বাইরে নিরাপদ নই। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তারা যেন অতিদ্রুত ক্যাম্পাস ও হল খুলে দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলন বলেন, দেশের সবকিছুই তো চলছে। ক্যাম্পাস খুলে না দিলে শিক্ষার্থীরা সেশনজটসহ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবেন।

এদিকে দুপুর ১২টার দিকে অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত না নিলে আগামীকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা।

শেয়ার