নোয়াখালীর বেগমগঞ্জে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুটি প্রতিষ্ঠান থেকে এক টন পলিথিন দানা জব্দ করা হয়। জব্দকৃত দানা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন হালনাগাদ না থাকায় একটি বেকারির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বেগমগঞ্জ বিসিকে চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বেগমগঞ্জের বিসিকে অনুমোদন ছাড়াই দুটি প্রতিষ্ঠান পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কে. বি. প্যাকেজিং এর মালিককে ৮০ হাজার টাকা ও মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে ১ টন পলিথিন দানা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। একই সাথে মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিএআই এর অনুমোদন হালনাগাদ না থাকায় নিউ পপুলার ব্রেড এন্ড বিস্কুট এর স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং মানহীন বিস্কুট ও পাউরুটি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী’র সহকারী পরিচালক তানজির তারেক সহ নোয়াখালী আনসার ক্যাম্পের একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।