চাঁদপুরের হাজীগঞ্জে মা বাবার সাংসারিক জীবনের কলহের জর ধরে তিন মাসের শিশু জুবায়েরের লাশ দাফন করতে বাধাঁ দিয়েছে দাদা আব্দুল মালেক। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মৃত্যুর ১১ ঘন্টা পর দাফন করা হয় তাকে।
উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গেলে মা রুজিনা বেগম জানান, তারা পাল্লা ছৈয়াল বাড়ির আব্দুল মালেকের ছেলে সুমনের সাথে প্রেমের মাধ্যমে তাদের বিয়ে হয় তার। সন্তান জন্ম হওয়ার চার মাস আগে থেকেই থাকেন বাবার কাছে। তার এবং সন্তানের ভরণপোষণ না দেওয়ায় চাঁদপুর জেলা আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। সে মামলায় গেল ৬ জুলাই সুমনকে গ্রেফতার করে পুলিশ। জন্মের পর থেকে অসুস্থ শিশু জুবায়ের। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মারা যান শিশু জুবায়ের। পরে তার দাফন সম্পন্ন করতে গেলে বাধা দেয় দাদা আব্দুল মালেক। তার দাবি তার ছেলের সুমনকে কারাগার থেকে বের করে না আনলেই এই শিশুর লাশ দাফন করতে দেওয়া হবে না।
এ কেমন নির্মমতা। মা বাবার কলহের জেরে আজ এমন নির্মমতার শিকার হতে হল ছোট্ট শিশু জুবায়েরকে।
শিশু জুবায়ের এর মৃত্যুর ৯ঘণ্টা পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন সুমন।
কথা হয় সুমনের সাথে। সুমন জানান, বাবা মেয়ে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সে মামলায় কারাবরণ করে জামিনে বেরিয়ে আসি। তার দাবি তার ছোট্ট শিশু জুবায়েরকে তার মা গলা টিপে মেরে ফেলেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও দাবি করেন তিনি।
যদিও এ বক্তব্যের আধঘন্টা পর আবারও সুর পাল্টায় সুমন। স্থানীয় ইউপি মেম্বার শিশুর লাশ দাফন করতে বললে ফাঁসিয়ে দেন তাকেও। সুমন বলছে এসব ঘটনার ভেতরে মূল ষড়যন্ত্রকারী স্থানীয় ইউপি মেম্বার ও তার ভাতিজা।
ঘটনা শেষে বেরিয়ে আসতেই সুমনের বিরুদ্ধে মিলে চাঞ্চল্যকর আরো কয়েকটি তথ্য। একে একে চারটি বিয়ে করেন এই সুমন। প্রথম দুই স্ত্রীকে ডিভোর্স ও তৃতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে নানান গুঞ্জন রয়েছে।
শুধু এতেই সুমন ক্ষান্ত নয় নারী লোভের পাশাপাশি মাদক কারবারের সাথেও জড়িত রয়েছে বলে দাবি এলাকাবাসীর।