Top
সর্বশেষ

শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে অটোরিকশা খাদে, নিহত ১

১৫ জুলাই, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে অটোরিকশা খাদে, নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তা পারাপারের সময় এক শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এস কে বি কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া সিরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হুদার পুত্র। আহতরা হলেন, উপজেলার চেচুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তার (৯) ও মো. ফোরকানের (৩৮) বাড়ি সরল ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেচুরিয়া এস.কে.বি কমিউনিটি সেন্টারের দক্ষিণে খদুল্লা পাড়া রাস্তার মাথা এলাকায় একটি ছোট্ট মেয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা পেকুয়া উপজেলা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ থামার চেষ্টার চালালে সেটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল আলম জিহাদীকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত চেচুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তারকে চট্টগ্রাম চমেক কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত মো. ফোরকান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হিরক কুমার পাল ও ডা. সাবরিনা ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ২ জনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আশঙ্কাজনক হওয়ায় শিশুকন্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘নিহত শফিউল আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

শেয়ার