Top
সর্বশেষ

ডেঙ্গু : চট্টগ্রামে একদিনে দুই মৃত্যু

১৬ জুলাই, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
ডেঙ্গু : চট্টগ্রামে একদিনে দুই মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৭৪ জন। রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুজনই পুরুষ। তাদের একজন ৪৫ বছর বয়সী মো. আবদুল মান্নান। তিনি পটিয়া উপজেলার রশিদাবাদের বাসিন্দা । গত শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হন। গত শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যজন ৩০ বছর বয়সী মো আলমগীর। তিনি গত শনিবার নগরের পাঁচলাইশে পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। রবিবার সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তসহ চট্টগ্রামের ৩৫৬ জর রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালসহ বিভিন্ন উপজেলার ২৫৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তারমধ্যে গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন রোগী।

অন্যদিকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮০৭ জন ও বেসরকারি হাসপাতালে ৫৭০ চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ৮ জন শিশু, ৬ জন পুরুষ ও ২ জন নারী। শুধুমাত্র জুলাইতেই এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

শেয়ার