Top
সর্বশেষ

আইসিসির সাবেক কিউরেটরকে নিয়োগ দিল বিসিবি

১৭ জুলাই, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
আইসিসির সাবেক কিউরেটরকে নিয়োগ দিল বিসিবি
স্পোর্টস ডেস্ক :

আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিংকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিউরেটর হিসেবে হেমিংয়ের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ।

আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজার এবং কনসালটেন্টের দায়িত্বও সামলেছেন হেমিং। আইসিসি পিচ কনসালেটেন্ট হিসেবে ওমান ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন তিনি।

আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির প্রেজেন্টার ও এডুকেটর এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন হেমিং।

শেয়ার