নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাক্তার না হয়েও অবৈধভাবে এমবিবিএস ডাক্তারের সিল ব্যবহার করায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে এক ফার্মেসী দোকানদারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসি থেকে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া জনতা বাজারের তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডাক্তার না হয়েও অবৈধভাবে দীর্ঘদিন যাবত এমবিবিএস ডাক্তারের সিল ব্যবহার করে আসছিলেন তানভীরুল ইসলাম। এছাড়া তার ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ছিলো। এসব অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তানভীরুলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া তার ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ সকল ঔষধ জব্দ করে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।