Top
সর্বশেষ

নোয়াখালী ছাত্রলীগের ‘ছাত্রলীগ স্মার্ট স্কুল’ কম্পিউটার শাখার উদ্বোধন

১৮ জুলাই, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
নোয়াখালী ছাত্রলীগের ‘ছাত্রলীগ স্মার্ট স্কুল’ কম্পিউটার শাখার উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি: :

নোয়াখালী জেলায় বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ পরিচালিত স্মার্ট স্কুল কম্পিউটার শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকালে নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল। এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে শুধু মাত্র এসএসসি শিক্ষার্থীদের নিয়ে কোচিং এর মাধ্যমে এ স্মার্ট স্কুল চালু করে। পরে তাদের একাডেমিক মানোন্নয়নের কথা চিন্তা করে কম্পিউটার সংযোজন করার মাধ্যমে কম্পিউটার শাখার উদ্বোধন করা হয়।সার্বিকভাবে এ স্মার্ট স্কুলের পৃষ্ঠপোষকতা করছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল বলেন, আমি নিজেও ছাত্রলীগের নেতা ছিলাম। এ ছাত্রলীগ আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা ও তার পরবর্তী যেকোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও দেশের ছাত্রসমাজকে ছাত্রলীগ নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নে স্মার্ট স্কুল কার্যক্রমকে আরো এগিয়ে নিতে হবে। নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে এ বিষয়ে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, আমাদের নেত্রী কথা দিয়েছিল দেশকে ডিজিটাল দেশে পরিণত করবে। তার কথা আজ বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। নেত্রী এবার সেই ডিজিটাল দেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়ার স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবে ছাত্রলীগ। নোয়াখালী জেলা ছাত্রলীগের স্মার্ট স্কুল কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার