Top
সর্বশেষ

আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী পেলেন শুদ্ধাচার পুরস্কার

১৮ জুলাই, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী পেলেন শুদ্ধাচার পুরস্কার
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পেয়েছেন আইএফআইসি ব্যাংকের ছয় কর্মী।

রোববার (১৭ জুলাই) আইএফআইসি টাওয়ারে তাদের হাতে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাাহী শাহ এ সারওয়ার। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক, হেড অব এইচআরএম ডিভিশনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টপ এক্সিকিউটিভ ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা, এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যৌথভাবে পেয়েছেন দিলীপ কুমার মন্ডল ও নাঈমুর রহমান, অফিসার ক্যাটাগরিতে জিয়াউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার ক্যাটাগরিতে হেলাল আহমেদ এবং সাপোর্ট স্টাফ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহেব আলী।

অনুষ্ঠানে পুরষ্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, সরকার প্রবর্তিত শুদ্ধাচার পুরস্কার ব্যাংকের কর্মীদের মাঝে কর্ম-উদ্দীপনা বাড়াবে।

শেয়ার