Top
সর্বশেষ

‘পরিবেশ অধিদপ্তরের নিজেদের পরিবেশ নেই, শ্রম অধিদপ্তরের প্রয়োজন নেই!’

১৮ জুলাই, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
‘পরিবেশ অধিদপ্তরের নিজেদের পরিবেশ নেই, শ্রম অধিদপ্তরের প্রয়োজন নেই!’
নোয়াখালী প্রতিনিধিঃ :

‘পরিবেশ অধিদপ্তরের নিজেদের পরিবেশ নেই এবং শ্রম অধিদপ্তরের কোন প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও এ্যাপোলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর চেয়ারম্যান গৌতম ভট্ট।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ‘ডাঃ মিলি, ডাঃ মুনা ও ডাঃ শাহজাদীর নিঃশর্ত মুক্তি ও তদন্তের পূর্বে গ্রেফতারের প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে সুন্দর স্বাস্থ্য নীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, জানুয়ারির প্রথমে আমাদের নির্বাচনকে (আসন্ন জাতীয় সংসদ নির্বাচন) প্রশ্নবিদ্ধ করার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করার লক্ষ্যে প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকজন ঘাপটি মেরে বসে আছে। পরিবেশ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ফায়াস সার্ভিস। আমি বলতে চাই, শ্রম অধিদপ্তরের কী দরকার আছে? কারা এই আইন করে? এখানে একজন ডাক্তার যদি ৮ঘন্টা ডিউটি করে প্রয়োজন হলে তাকে ২৪ ঘন্টাও ডিউটি করতে হবে। কারণ, সে ২৪ঘন্টার পেমেন্ট পাবে। একজন নার্স ৮ঘন্টা ডিউটি করে। সে ১২ ঘন্টা-১৬ ঘন্টা ডিউটি করলে তার পারিশ্রমিক পাবে। সেখানে শ্রম অধিদপ্তরের কোন প্রয়োজন নেই।’

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতকে ‘তান্ডব’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যেখানে প্রতিষ্ঠানগুলো শতভাগ পরিছন্ন সেখানে আমাদের কালার কোডের নামে, ডাস্টবিনের নামে জরিমানা করা হয়। আগে আইন প্রণয়ন করতো সংসদে এমপি এবং মন্ত্রীরা। এখন আইন প্রণয়ন করে আমলারা। যার কারণে আমাদের দুর্ভাগ্য। তারা এসি রুমের ভেতর বসে দিবা ঘুম যেয়ে কারও সাথে যোগসাজশ না করে আইন প্রণয়ন করে যেটা কোন বাস্তবায়ন হয় না। এই ধরনের আইনের ব্যাত্যয় আমরা কোনভাবে সহ্য করবো না। বিগত ১০ তারিখে (১০ জুলাই) নোয়াখালীতে তান্ডব চালানো (ভ্রাম্যমান আদালত) হয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয় কে বলতে চাই, পরিবেশ অধিদপ্তরের মাইজদী বাজারের অফিসের চেহারা দেখে আসেন। এখানের কোনো পরিবেশ নাই। সরকারি হাসপাতালের কোনো পরিবেশ নাই। উপজেলা হাসপাতালের কোনো পরিবেশ নাই।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান, সদর উপজেলা সভাপতি ডাঃ আবদুস সাত্তার ফরায়েজি, সাধারণ সম্পাদক অসীম রায় নয়ন সহ বিভিন্ন উপজেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, আমরা প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নিয়েছি। কারও ওপর কোন রাগ বা ক্ষোভ থেকে আমরা কোন ব্যবস্থা নেই নি। অভিযান কিংবা পরিবেশ অধিদপ্তর নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকে তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের অভিযান চলমান থাকবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের যে স্বাস্থ্য নীতিমালা রয়েছে সে আলোকে আমরা চাই সকল প্রতিষ্ঠান তাদের সেবার মান বজায় রাখুক। আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারো ওপর কোন ক্ষোভ থেকে নয়। এটা জনসাধারণের জন্য। আমাদের এ ধরনের অভিযান সব সময় চলবে।

শেয়ার