মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার পদযাত্রায় পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
দুপুরে পদযাত্রা বের করলে জেলা শহরের বেউথা মোড় এলাকায় পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। পরে পথেই সমাবেশ করে দলীয় নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে মানিকগঞ্জ জেলা শহরে পদযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। এর প্রেক্ষিতে সকাল থেকে জেলা শহরের বেউথা মোড় এবং সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন (বিজয় মেলা) মোড়ে অবস্থান নেয় পুলিশ।
এ সময় সরেজমিনে দেখা যায়, বেলা ১১ টা থেকে জেলা শহরের বেউথা সেতুর দক্ষিণ পাশে সমবেত হতে থাকেন জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এর পর বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে পদযাত্রা বের করেন সহস্রাধিক নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
পদযাত্রায় নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা শ্লোগান দেন। পদযাত্রাটি সেতুর উত্তরপাশে বেউথা মোড় এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে পদযাত্রাটি সামনের দিকে যেতে চাইলে পুলিশ কঠোর অবস্থান নেয়। এরপর সেখানেই রাস্তায় বসে পড়ে নেতা-কর্মীরা,এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বক্তব্য রাখেন।
আফরোজা খান রিতা বলেন, আজ দেশে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার নেই। এ জন্য রাজপথে নেমেছেন হাজার হাজার নেতা-কর্মী। শান্তিপূর্ণ এই গণতান্ত্রিক কর্মসূচিতেও পুলিশের বাধা। এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ঢাকা-১৭ আসনের গতকালের নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সামান্য একটি উপনির্বাচনেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাঙ্গামা করে। এতেই বোঝা যায়, আওয়ামী লীগ সরকার কতো দুর্বল! তারা (আওয়ামী লীগ) জনগণকে জিম্মি করে রেখেছে।
পদযাত্রায় বাধা দেওয়ার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ এড়াতে বিএনপির নেতা-কর্মীদের জেলা শহরে পদযাত্রা না করতে অনুরোধ করা হয়। পরে তাঁরা বেউথা মোড় এলাকায় সমাবেশ করেন।