Top
সর্বশেষ

লঙ্কান লিগে খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়

২৪ জুলাই, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
লঙ্কান লিগে খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়
স্পোর্টস ডেস্ক :

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এরই মধ্যে হৃদয়কে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি বিসিবি থেকে নিশ্চিত করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়কে দলে ডেকেছে লঙ্কান লিগের চ্যাম্পিয়ন জাফনা কিংস।

লঙ্কান লিগ শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে বাংলাদেশের কোন আন্তর্জাতিক সূচি নেই। লঙ্কান লিগের পরে শুরু হবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ। বাংলাদেশ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে।

আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও এশিয়া কাপ সামনে রেখে ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। লঙ্কান লিগে খেলতে যাওয়ায় তাওহীদ ওই ক্যাম্পের শুরুতে থাকতে পারবেন না। তবে ব্যাটার হিসেবে খেলার মধ্যে থাকতে পারবেন হৃদয়। এই বিবেচনায় তাকে ছাড়পত্র দিয়েছে বিসিবি।

শেয়ার