Top

পেঁয়াজের তেলে বন্ধ হবে চুলপড়া

২৫ জুলাই, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ
পেঁয়াজের তেলে বন্ধ হবে চুলপড়া
লাইফস্টাইল ডেস্ক :

পেঁয়াজের তেল মাথায় লাগালে চুলপড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফিরে আসতে পারে পুরোনো কালো চুলও।

এখন প্রতি দু’জন মানুষের একজন চুল পড়ার সমস্যায় ভুগছেন। চুল পড়ার পেছনে অনেক কারণ থাকলেও আজকাল বেশিরভাগ মানুষেরই স্ট্রেস বা মানসিক চাপের কারণে চুল পড়ে যাচ্ছে। আপনারও যদি চুল পড়ার সমস্যা থাকে, তবে পেঁয়াজের তেল আপনার সমস্যার সমাধান করতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজে ঘরেই পেঁয়াজের তেল তৈরি করতে পারেন এবং চুলে লাগালে কী কী বিস্ময়কর উপকার পাওয়া যায়…

পেঁয়াজের তেল চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি লাগালে চুল নরম হয়। এজন্য শ্যাম্পুর আগে সব সময় এ তেল লাগান। এ তেল চুলের শুষ্কতা দূর করে। এটি নিয়মিত ব্যবহারে চুল ঘনও হয়।

পেঁয়াজের তেলের সালফার চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়। এটি লাগালে চুল ঘন হয়। পেঁয়াজের তেল চুলের প্রাকৃতিক পিএইচ বজায় রাখে, যা চুলে অকালে পাক ধরার আশঙ্কা কমায়।

চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। মাথার ত্বক পরিপূর্ণ পুষ্টি পায় এবং চুলের গোড়া মজবুত হয়।

পেঁয়াজের তেলে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুল পড়া রোধ করে। এ তেলের ব্যবহারে চুল পরিপূর্ণ পুষ্টি পায়। ফলে নতুন চুল গজানোর হারও বাড়ে।

অনেক সময়ে মাথার ত্বকে ব্যাকটিরিয়ার সংক্রমণের কারণেও চুল পড়ার সমস্যা শুরু হয়। এমন অবস্থায় চুলে পেঁয়াজের তেল লাগালে সংক্রমণ প্রতিরোধ হয়। তাতে চুল পড়াও বন্ধ হয়ে যায়। এজন্য প্রতিদিন পেঁয়াজের তেল চুলের গোড়ায় হালকা ঘষে লাগিয়ে নিন।

যেভাবে বানাবেন পেঁয়াজের তেল-

প্রথমে পেঁয়াজের রস নিন। চাইলে পেঁয়াজের পেস্টও নিতে পারেন। একটি প্যানে নারকেল তেল গরম করে পেঁয়াজের রস বা পেস্ট দিয়ে চুলায় জ্বাল দিন। কিছুক্ষণ ঠান্ডা হতে রাখুন। এরপরে, একটি চালুনি বা সুতির কাপড় দিয়ে এ তেলটি ছেঁকে নিন। পেঁয়াজের তেল প্রস্তুত। এ তেল এয়ার টাইট পাত্রে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।

মনে রাখবেন, পেঁয়াজের তেলে তীব্র গন্ধ থাকে। তাই সবসময় রাতে তেলটি লাগান এবং সকালে চুলে শ্যাম্পু করুন।

শেয়ার