Top
সর্বশেষ

সাগরে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২৫ জুলাই, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
সাগরে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে শিক্ষার্থীদের লাশ দুটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ।

নিহত দুই শিক্ষার্থী হলেন, কুমিল্লা জেলার আলী হাসান মারুফ (২৩) ও ভৈরব উপজেলার এনায়েত চৌধুরী (২২)।

কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন বলেন, স্থানীয়রা নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে। নিহত শিক্ষার্থীদের পরিবারের লোকজন আসার পথে রয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ দুটি হস্তান্তর করা হবে।

এর আগে গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন।

নিখোঁজ দুই শিক্ষার্থীর সহপাঠি একরাম হোসেন জানান, তারা তিনজন উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসাবে ভাড়ায় থাকেন। সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তিনজন একসাথে সাগরে নামেন। হঠাৎ একটি তীব্র স্রোত আসলে তিনি কোনরকমে তীরে উঠে আসলেও বাকি দুজন স্রোতের টানে ভেসে যায়।

শেয়ার