Top
সর্বশেষ

বোনের বাড়ি থেকে ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ জুলাই, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
বোনের বাড়ি থেকে ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে বোনের স্বামীর বাড়ি থেকে ফরহাদ ভূঁইয়া (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। ফরহাদ ভূঁইয়া একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রাশাসন গ্রামের মো. বাবুল ভূঁইয়ার ছেলে।

ফরহাদের ভাই কামরুল ভূঁইয়া বলেন, বড় বোন জান্নাতের স্বামীর বাড়ি শোশাইরচর গ্রামে। বোন ও ভগ্নিপতি ঢাকায় থাকেন। ফরহাদ পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। গতকাল সোমবার সন্ধ্যায় ফরহাদ ঢাকা থেকে বাড়ি আসেন। রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

কামরুল ভূঁইয়া আরও বলেন,মঙ্গলবার ভোরে মোবাইল ফোনে তাঁদের বড় বোন জান্নাত আক্তার জানতে পারেন, ফরহাদের লাশ তাঁর স্বামীর বাড়িতে ঝুলছে।

স্থানীয়রা জানান, ফরহাদের সাথে তার বোনের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক রয়েছে। কি কারণে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার