Top

বাংলাদেশের ভাত–ডাল এবং সবজি আমিরের পছন্দ

২২ ফেব্রুয়ারি, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশের ভাত–ডাল এবং সবজি আমিরের পছন্দ
স্পোর্টস ডেস্ক :

খাবার নিয়ে খেলোয়াড়দের অনেক সতর্ক থাকতে হয়। এটা খাওয়া যাবেনা, ওটা পান করা যাবেনা। যার ফলে বেশিরভাগ সময়ে পছন্দের খাবারগুলো হাতছাড়া হয়ে যায়। খেলোয়াড়দের আগে ফিটনেস, তারপর খেলাধুলা। মোহাম্মদ আমিরের কথাই ধরুন। পাকিস্তানি এ পেসার ক্রিকইনফোকে জানিয়েছেন তাঁর পছন্দের খাবার সম্পর্কে। জাতীয় দলে থাকাকালীন রান্নায় কে সেরা ছিল, সে কথাও জানিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ২৮ বছর বয়সী এই পেসার।

আমির জানিয়েছেন, তিনি তুর্কি খাবার পছন্দ করেন। এর মধ্যে মিক্সড গ্রিলড খাবার তাঁর বেশি পছন্দ। স্বাস্থ্যকর খাবার বলে তা প্রতিদিনই খেতে পারেন। তবে রান্নায় আমির যেন ব্যাটিংয়ে নামা কোর্টনি ওয়ালশ! একেবারেই কিছু পারেন না। তাঁর ভাষায়, ‘আমি চাও বানাতে পারি না।’ পাকিস্তান দলে থাকতে সতীর্থদের মধ্যে দু-একজনের রান্না বেশ পছন্দের ছিল আমিরের। বাঁহাতি এ পেসার জানিয়েছেন এ নিয়ে, ‘কয়েকজন (রান্নায়) খুব ভালো ছিল। ২০১০ ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে আছে। সাঈদ আজমল খুব ভালো রান্না করতেন। ডাল ছাড়াও আরও কী কী যেন রান্না করেছিলেন, ঠিক মনে পড়ছে না। কিন্তু দুর্দান্ত রান্না হয়েছিল, খেতে খুব ভালো। আমরা হালাল খাবার পাচ্ছিলাম না। হোটেল থেকে নিজেদের রেঁধে খাওয়ার ব্যাপারে সুযোগ দেওয়া হয়েছিল এবং সাঈদ ভাই দুর্দান্ত রেঁধেছিলেন।’

ফিটনেস নিয়ে ক্রিকেটাররা ভাবনাচিন্তার এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে একেক সংস্করণের জন্য তাঁদের একেক ধরনের খাবার তালিকা থাকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের খাবার ও টেস্ট ক্রিকেটের খাবারের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমির সে কথাই জানালেন, আর এ নিয়ে কথা বলতে গিয়ে উঠে এল বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় পছন্দের খাবারের কথা জানান আমির। এমনিতে বাংলাদেশের খাবার তাঁর বেশ পছন্দের, ‘বিপিএলে ভাত ও ডাল মাখানি খেতে ভালো লাগে। বাংলাদেশে এটা ভালো লাগে। তবে বাংলাদেশে বেশির ভাগ সময় আমি শাকসবজি খেয়ে থাকি।’

আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর নিজের রসনাবিলাসকে পুরস্কৃত করতে চাইলে কোন খাবারটা পছন্দের? ‘বিরিয়ানি, তবে সেটি আমার স্ত্রীর রাঁধা হতে হবে। সে ভালো রাঁধে। খুব ভালো বিরিয়ানি বানায়’—উত্তর দেন ধূমকেতুর মতো আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটানো এ পেসার।

শেয়ার