Top
সর্বশেষ

ব্লক মার্কেটে লেনদেন ৭ কোটি টাকার

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া বিডি থাইয়ের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ৫ লাখ ৪৯ হাজার টাকার, মুন্নু এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ টাকার, আরডি ফুডের ৭ লাখ ৭৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৮ হাজার টাকার, এসইবি্‌লে ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭০ হাজার টাকার এবং শাশা ডেনিমসের ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার