Top
সর্বশেষ

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত: নুর

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত: নুর
নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লাইভে এসে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বিশ্বের অন্য কোন দেশে টানা ১ বছর বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোন নজির নেই। অনেক স্কুল অনলাইনে ক্লাস নিলেও দেশের প্রেক্ষাপটে অনলাইনে ক্লাস করা অসম্ভব। দেশের সবখানে এখনও নেটওয়ার্ক ঠিকমতো কাজ করেনা। সেখানে অনলাইনে ক্লাস করা সম্ভব না।

তিনি বলেন, বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়েছে। তারা নানারকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল এবং ক্লাস খুলে দেওয়ার জন্য আন্দোলন করছে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ দেখে শিক্ষামন্ত্রীর অভিনন্দন জানানো উচিৎ ছিল। কিন্তু তিনি তা না করে উল্টো প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়িয়েছেন, তার এমন সিদ্ধান্তে আমরা হতাশ।

হলের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার কোন সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কোন আবাসিক ব্যবস্থা নেই। তাই প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এটি একটি অজুহাত মাত্র।

নুরু বলেন, সবখানে মানুষজন অবাদ যাতায়াত করছে, রাজনৈতিক সভা সমাবেশ হচ্ছে, কয়জন মানুষ সেখানে আক্রান্ত হয়েছে? শতকরা ৬০ ভাগ মানুষই এখন মাস্ক পরেনা, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যত অজুহাত দেখানো হচ্ছে।

তিনি বলেন, ঢাবি কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছিল শহীদ মিনারে একসাথে ৫ জনের বেশি কেউ ফুল দিতে পারবেনা, অথচ তারাই তাদের নির্দেশনা মানেনি।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্তের কথা পুনরায় বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধির অজুহাত দেখিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলার ব্যাপারে তিনি বলেন, শ্রমিকদের সাথে ছাত্রদের কোন শত্রুতা নেই, দুর্বৃত্তরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য সাধারণ শ্রমিকদের ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করছে।

২৪ মে’র আগে কোন পরীক্ষা নেওয়া হবেনা বলে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় নুর বলেন, যেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে কিভাবে তারা বলতে পারে যে কোন পরীক্ষা তারা নেবে না।

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে তিনি বলেন, সরকারের বেধে দেওয়া নীতিমালা অনুযায়ী ৪০ বছরের নীচে কেউ ভ্যাকসিন নিতে পারবেনা। আমার যদি নেওয়ার সুযোগ থাকতো তাহলে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য আমিও ভ্যাকসিন নিতাম।

শিক্ষাপ্রতিষ্ঠান আর একদিনও বন্ধ থাকতে পারেনা জানিয়ে আগামীকাল তাদের মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে, সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলবে, তার আগে ১৭ মে হলগুলো খুলে দেয়া হবে।

শেয়ার