Top
সর্বশেষ

ব্যালট যাবে ভোটের দিন সকালেঃ আনিছৃুর রহমান

২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
ব্যালট যাবে ভোটের দিন সকালেঃ আনিছৃুর রহমান

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, গত নির্বাচনে আগের রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

তিনি আরও বলেন, কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময়ই স্বাগত জানায়। বিএনপিসহ যেকোনো রাজনৈতিক দল যদি মনে করে আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে আমরা তখনই কথা বলতে রাজি। তবে আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের তরফ থেকে ডেকে সংলাপ করার মতো সময় নেই। আমাদের এক দিন কমছে, কাজ বাড়ছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

এরপর মো. আনিছুর রহমান কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার