Top
সর্বশেষ

‘আমাদের হোসেন ভাই’

০৮ অক্টোবর, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
‘আমাদের হোসেন ভাই’

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রাম। এই গ্রামের বাবাহীন ছেলে আলম (ছদ্ম নাম)। নানান রোগ-শোকে বিপন্ন জীবন তার। অর্থের অভাবে চিকিৎসা চলছে না। খবর যায় হোসেন ভাইয়ের কাছে। তিনি আলমের সাথে কথা বলেন। তার চিকিৎসার কাগজপত্র দেখেন। এরপর একদিন আলম ২ লাখ টাকার চেক হাতে পায়। এ যেনো আকাশ হাতে পাওয়ার সমান। হোসেন ভাই জানিয়ে দেন। আলমকে এই টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসার আগেই আলমের চোখেমুখে হাসির ঝিলিক।

জেলার হাজীগঞ্জের মালিগাও গ্রামের দেবনাথ। একটি ঘরের আকাঙ্খা তার দীর্ঘদিনের। কিন্তু কীভাবে হবে? হোসেন ভাইয়ের উদারতার কথা তিনি শুনেছেন। তবে শঙ্কায় ছিলেন হিন্দু হয়ে মুসলমানের কাছে সহায়তা চাইবেন কিনা! সাহস করে একদিন অসহায়ত্বের কথা জানান দেন। কথা চলে যায় হোসেন ভাইয়ের কাছে। এগিয়ে আসেন তিনি। ঘর পায় দেবনাথ।

শুধু আলম বা দেবনাথ নয়, এমন শত আলেমদের ভরসার জায়গা হোসেন ভাই। স্থানীয় মানুষ তাকে এই নামেই ডাকে। পুরো নাম মোহাম্মদ হোসাইন। পেশার প্রকৌশলী হওয়ায় তাঁকে সবাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন নামে চিনে। সরকারি বড় কর্তা। বিদ্যুৎ বিভাগের ‘থিঙ্কট্যাঙ্ক’ পাওয়ার সেলের মহাপরিচালক হিসেবে কর্মরত।

কিন্তু এই বড় কর্তার মন পড়ে থাকে গ্রামে। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের আপনজন তিনি। করোনায় যখন সারাবিশ্বের মানুষের জীবন নাকাল সেই দুঃসময়ে এই অঞ্চলের মানুষের ভরসার হাত হয়ে উঠেন তিনি। হাজারো মানুষের অক্সিজেন-চিকিৎসার নির্ভরতার প্রতীকে পরিচিত হন তিনি। নিজের জীবনকে তুচ্ছ করে সমান তালে এগিয়ে চলেন তিনি।

বাণিজ্য প্রতিদিনের প্রশ্ন ছিলো, মানুষের প্রতি এই ভালোবাসার রশদ তিনি কীভাবে পান? তাঁর সরল উত্তর, আমার প্রিয় মানুষ বঙ্গবন্ধু। তাঁকেই আমি আদর্শ মানি। তার দেখানো পথেই চলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অনুপ্রেরণা।

তাঁর কথার সত্যতা মিলে বিগত জীবনের দিকে তাকালে। ঢাকা কলেজ বা বুয়েট সবস্থানে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সেই আদর্শ বয়ে চলেছেন এখনও। বর্তমানে আওয়ামী লীগের চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা।

তিনি এই আদর্শ পেয়েছেন তা্র বাবার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর গন্ধব্যপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তার বাবা। পেশায় প্রধান শিক্ষক এই মহান মানুষটি মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলেন দলের একনিষ্ঠ লোক। তার বাবার নাম নূরুল হক ভুইয়া। হাজীগঞ্জের আহমেদ পুর গ্রামের মানুষ ওনাকে ডাকতেন স্যার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সে সম্মান বজায় রেখেছেন।

শুধু যে এলাকায় জীবন উৎসর্গ করেন তেমনটি নয়। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন যেখানে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু বা শেখ হাসিনা আছেন সেখানেই তাঁর সদর্প পদচারণা।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিনি। পেশাজীবি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তিনি। তাঁর বাবার হাতে গড়া গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা তিনি। জেলা কমিটির বাইরে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ছাত্র জীবনে ১৯৮৭-৮৮ সালে বুয়েট ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা কলেজ ছাত্রলীগের দক্ষিণ ছাত্রাবাসের আহ্বায়ক ছিলেন ১৯৮০-৮২ সালে। আর একদম শুরুর দিকে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর।

শুধু রাজনীতিই নয়, সমাজ সেবা বা পেশাগত জীবনেও তিনি অত্যন্ত সরব। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর ঢাকা সেন্টারে নির্বাচিত চেয়ারম্যান তিনি। এছাড়া বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিঃ, উত্তরা-১৪ নং সেক্টর কল্যাণ সমিতি, বুয়েট ৮৮ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।বুয়েট এলামনাই এসোসিয়েশনের ট্রাস্টি তিনি।

ঢাকাস্থ চাঁদপুর সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, আইবিই এলামনাই এসোসিয়েশন, জাতীয় অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য তিনি।

রাজনীতি করতে গিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি তাকে। ১৯৭৭ সালে তৎকালীন জেনারেল জিয়ার হ্যাঁ-না ভোট ঠেকাতে গিয়ে গ্রেফতার হন তিনি। পরে অবশ্য অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় ছাড়া পান।

১৯৮০ সালে ঢাকা কলেজ ছাত্রলীগ করার সময় ছাত্রদলের ক্যাডার নিরুর নির্যাতনের শিকার হন। ১৯৮৭ সালে বুয়েটে ফ্রিডম পার্টিকে ঠেকাতে নিজের জীবন বাজী রাখেন।

গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আলোচিত জনতার মঞ্চেের নেপথ্য নায়ক হিসেবে। প্রকৃচি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে জনতার মঞ্চে তাদের নিয়ে আসতে দারুণ ভূমিকা রাখেন। ২০০৫ সালে সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনে তিনি সক্রিয় ছিলেন।

শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত থকেন নি তিনি। পেশাগত দক্ষতা তাঁর ঈর্ষনীয়। বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যুৎ খাতের সমঝোতা স্মারকের প্রথম অনুস্বাক্ষরকারূ তিনি। তিনি স্টিয়ারিং কমিটির সদস্য। এছাড়া নবায়নযোগ্য জ্বালানীর বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সার্ক দেশ সমুহের বিদ্যুৎ খাত সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য তিনি। বিদ্যুতের যে অভূতপূর্ব উন্নয়ন বা অগ্রগতির নেপথ্যে কারিগরদের একজন সৈনিক তিনি।

রাজনীতি-পেশা-সামাজিক দক্ষতা তার মেধাকে নিষ্ক্রিয় করতে পারেনি। নানান ব্যস্ততার মধ্যেও তাঁর প্রকাশিত প্রবন্ধ ও প্রকাশনার সংখ্যা ১৮ টি। এরমধ্যে কালিমালিপ্ত ১৯৭৫ সালের ১৫ আগস্ট অতঃপর গণতন্ত্রের সামরিক সংস্করণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, আমার স্মৃতিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস কথা কয়, আমার ছাত্র জীবন ও ছাত্র রাজনীতি অন্যতম।

এখনও তিনি ছুটে চলেছেন সমানতালে। হাজীগঞ্জ-শাহরাস্তীতে গেলে রাজনীতিবিদ বা অসংখ্য সাধারণ মানুষ তার সঙ্গী হয়। নিজ এলাকার সকল কাজে তাঁকে দেখা যায় অগ্রণী ভূমিকায়। হাজীগঞ্জ-শাহরাস্তীর সাধারণ মানুষ চায় আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন। জনগণের মানুষ, জনগণের সেবায় “হোসেন ভাই”কে ভোট দিতে তারা বদ্ধপরিকর।

শেয়ার