Top
সর্বশেষ

ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পহেলা মার্চ থেকে ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী জোনায়েদ।

তানভীর আলম চৌধুরী নামে এক আন্দোলনকারী বলেন, প্রায় একবছর হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ। টিকাও চলে এসেছে। এখন হল খুলতে এতো বিলম্ব করার কোনও প্রয়োজন পড়ছে না। সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

শেয়ার