Top

আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে গদি থেকে নামাবঃ চরমোনাই পীর

০৩ নভেম্বর, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে গদি থেকে নামাবঃ চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ আজ সুষ্ঠু নির্বাচন চায়। এটা ২০১৪ বা ২০১৮ সাল নয়, এটা ২০২৪ সালের নির্বাচন। আমরা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। ডান বামসহ চারদিকে থেকে লড়াই করে দাবি আদায় করেই ছাড়ব।

শুক্রবার (৩ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলটির মহাসমাবেশে এসব কথা বলেন তিনি৷

ফয়জুল করিম বলেন, আমরা রক্তপাত চাই না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। অধিকার আদায়ের জন্য এ দেশের মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে সরকার ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ভোট সম্ভব নয়।

এ সময় দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, চাল-ডাল তেলসহ সবকিছুর দাম বেড়েছে। শুধুমাত্র দাম কমেছে গুলি টিয়ারগ্যাসের। আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকের সমাবেশের জনসমুদ্র প্রমাণ করেছে ইসলামী আন্দোলন দায়িত্বশীল রাজনৈতিক দল। দেশপ্রেমিক রাজনৈতিক দল। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। এই সংকট তৈরি হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে। এর মাধ্যমে সরকার আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছে। তাই এবার সরকারকে বিদায় জানাতে প্রস্তুত দেশের জনগণ।

শেয়ার