Top
সর্বশেষ

মাগুরায় সাকিবের নেতৃত্বে আ.লীগের বিজয় শোভাযাত্রা

১৯ ডিসেম্বর, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
মাগুরায় সাকিবের নেতৃত্বে আ.লীগের বিজয় শোভাযাত্রা

বিপুল নেতাকর্মী নিয়ে মাগুরার নোমানী ময়দান থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে আজ আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ ডিসেম্বর) দুপুরে এই বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে বক্তব্য দেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান, মাগুরা-২ আসনের নৌকার প্রার্থী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, সহসভাপতি শরিফুল ইসলাম, আবু নাসির বাবলুসহ সহযোগী সংগঠনের নেতারা।

এনজে

শেয়ার