Top
সর্বশেষ

গ্রিসে ৩০ হাজার অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে

২০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
গ্রিসে ৩০ হাজার অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে

গ্রিসে বাংলাদেশিসহ ৩০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। গত ১৪ ডিসেম্বর দেশটির মন্ত্রণালয় দুটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দেশটিতে অনথিভুক্ত অভিবাসী নিয়মিত করতে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে। যেসব অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত রয়েছেন, তাঁরা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।

নতুন নিয়মে একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি বসবাসের অনুমতি দেওয়া হবে। আবেদনকারীর স্ত্রী, স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থিত থাকলে তাঁদেরও বৈধতা দেওয়া হবে। তবে নিয়মিতকরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি অব্যাহত রাখতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন।

শর্তপূরণকারী অনিয়মিত অভিবাসীরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত হওয়ার আবেদন করতে পারবেন।

এনজে

শেয়ার