Top

ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধের হুমকি ইরানের

২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধের হুমকি ইরানের

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এভাবে চালাতে থাকলে ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের একজন বিপ্লবী গার্ড কমান্ডার।

শনিবার ইরানি মিডিয়ার খবরে এসব কথা বলা হয়েছে। তবে কীভাবে ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করা হয়, সে বিষয়ে বিস্তারিক কিছু জানানো হয়নি। আর সে কারণে কয়েকটি দেশ মিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

আর যুক্তরাষ্ট্রের এমন কাণ্ডে ক্ষেপেছে ইরান। এবার ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে।

বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, তারা অচিরেই ভূমধ্যসাগর বন্ধ করে দেবেন। জিব্রাল্টার ও অন্যান্য পথ দিয়ে।’ এর আগে হোয়াইট হাউস অভিযোগ করেছে, লোহিত সাগরে বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ করার পেছনে ইরানের গভীর যোগ রয়েছে।

সূত্র: আলজাজিরা

এনজে

শেয়ার