রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে ভারত। চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে আমদানির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। এ সময় মস্কো থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে নয়াদিল্লি। চার মাসের মধ্যে এটিই সর্বোচ্চ আমদানির রেকর্ড, যা গত মাসে দেশটির মোট আমদানির ৩৬ শতাংশ। ভারতের বাণিজ্য সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
রাশিয়া চলতি বছর ভারতের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী হয়ে উঠেছে। মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় পশ্চিমা দেশগুলো। রাশিয়া বাণিজ্য অব্যাহত রাখতে এশিয়ার দেশগুলোর কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিলে আগ্রহী হয়ে ওঠে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।
বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিশ্বের জ্বালানি তেল আমদানিকারক ও ব্যবহারকারী ভারত। এতদিন জ্বালানি তেলের চাহিদার সিংহভাগ মেটানোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল দেশটি। পরিবহন খরচ বেশি হওয়ায় এতদিন রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করেনি ভারত। তবে রাশিয়ার মূল্যছাড় প্রস্তাবে আগ্রহী হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মাসে ভারত দৈনিক ৪৫ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে, যা অক্টোবরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কম। কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় তা ১৩ শতাংশ বেশি।
এনজে