জাতিসংঘ বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা কমেনি। একজন কর্মকর্তা আহতদের চিকিৎসা কার্যক্রম দেখতে একটি হাসপাতাল পরিদর্শনের পর জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলকে গাজায় হামলা কমানোর আহ্বানের কয়েকদিন পরই এ মন্তব্য এলো। খবর- বিবিসি
এ ব্যাপারে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) কর্মকর্তা জেমা কনেল বলেন, সোমবার মধ্য গাজার আল-আকসা হাসপাতালে তিনি যা দেখেছেন তা ছিল ‘চরম হত্যাকাণ্ড’।
তিনি বলেন, অনেক গুরুতর আহত লোকের চিকিৎসা করা যায়নি। কারণ হাসপাতাল ছিল একেবারে রোগীতে পরিপূর্ণ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে হামাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার অঙ্গীকার করেন। তিনি সোমবার সকালে গাজা পরিদর্শন করেন এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান এখনই শেষ হওয়ার নয় বলে জানান।
অন্যদিকে পেন্টাগন বলেছে, মার্কিন সশস্ত্র বাহিনী ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে হামলার জবাবে সেখানে ‘ইরানি-স্পন্সরড মিলিশিয়াদের’ প্রতি বিমান হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে হামলায় তিনজন মার্কিন সামরিক কর্মী আহত হয়েছিলেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, হিজবুল্লাহ ও তাদের সহযোগীদের তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে মিলিশিয়াদের ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর এই অঞ্চলে হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র মিলিশিয়াদের তৎপরতা বেড়েছে।
এনজে