Top
সর্বশেষ

কেশবপুরে মাদ্রাসার কর্মচারীকে অনুদান প্রদান

২৮ ডিসেম্বর, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
কেশবপুরে মাদ্রাসার কর্মচারীকে অনুদান প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) পক্ষ থেকে উপজেলার বগা শাহ্ কারিয়া ফাজিল মাদ্রাসার কর্মচারী কালবের সদস্য মৃত্য আবু সাঈদ এঁর নমীনির স্ত্রী মনোয়ারা বেগমের উপস্থিতিতে মরোন্তর ৯৬ হাজার ৬শত টাকা ঋণ মওকুফ এবং সঞ্চয়কৃত অর্থের দ্বিগুণ টাকা নমীনির নিকট হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে মিউচুয়াল এইড সার্ভিস লাইফ সেভিংস বেনিফিট (বীমা) পরিশোধ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উপজেলা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ওই কর্মচারীর সঞ্চয়কৃত অর্থ তার নমীনি স্ত্রী মনোয়ারা বেগমের নিকট হস্তান্তর করেন যশোর জেলা কাল্ব’র ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান।

বিশেষ অতিথি এজিএম আবুল কাশেম, সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কালবে’র উপজেলা  ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মো. শহীদুল্লাহ, ট্রেজারার উপজেলা  শিক্ষক নাজমুল হুদা,কালব’র ব্যবস্থাপক পলাশ কুমার কর প্রমুখ।

 

শেয়ার