যশোরের কেশবপুরে শুক্রবার বিকেলে চারুপীঠ একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ, সনদপত্র ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারুকারু বিভাগের ২২৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ৪৮ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
চারুপীঠ একাডেমির সহসভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান।
চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, কবি মাহমুদুল হাসান, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর দাস ও চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়।