Top
সর্বশেষ

কেশবপুরে কাঁচি প্রতীকের পক্ষে মাঠে নামলেন সাবেক সংসদ আব্দুল হালিম

০২ জানুয়ারি, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
কেশবপুরে কাঁচি প্রতীকের পক্ষে মাঠে নামলেন সাবেক সংসদ আব্দুল হালিম
কেশবপুর প্রতিনিধি :

কেশবপুরে এবার কাঁচি প্রতীকের পক্ষে ভোটের মাঠে নামলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম।

সোমবার দুপুরে তিনি এইচ এম আমির হোসেনের নির্বাচনের অফিসে গিয়ে একাত্মতা প্রকাশ করেন এবং কেশবপুরের সর্বস্তরের মানুষকে কাঁচি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় তাঁর সাথে উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এইচ এম আমির হোসেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দু’বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান।

 

এছাড়া যশোর-৬ আসনে দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি শাহীন চাকলাদার, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম (খন্দকার আব্দুল আজিজ) এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী জিএম হাসান জোর প্রচারণা চালাচ্ছেন।

 

 

শেয়ার