Top
সর্বশেষ

বার্সায় মেসির জার্সি পেলেন ব্রাজিলিয়ান রকি ফেরেইরা

০৩ জানুয়ারি, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
বার্সায় মেসির জার্সি পেলেন ব্রাজিলিয়ান রকি ফেরেইরা

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলের তরুণ ফুটবলার ভিটর রকি ফেরেইরা। এবার ক্যাম্প ন্যুতে নতুন জার্সিও পেয়েছেন ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তাকে আজেন্টাইন তারকা লিওনেল মেসির ১৯ নম্বর জার্সি দিয়েছে বার্সেলোনা।

তবে ক্লাবের ইচ্ছায় নয়; কর্তৃপক্ষকে অনুরোধ করেই জার্সিটি নিয়েছেন ভিটর। কারণ, তিনি যে মেসিভক্ত। তাই মেসির দেখানো পথই অনুসরণ করছেন তরুণ ব্রাজিলিয়ান। বার্সেলোনায় শুরুর দিকে দুটি মৌসুমে ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। এছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে মেসির জার্সি নম্বর ছিল ১৯। যে কারণে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো এই ১৯ নম্বর জার্সি পরেই খেলবেন ভিটর। তবে ২০০৮ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও বার্সেলোনা ছেড়ে এসি মিলানে চলে যাওয়ার পর থেকে ১০ নম্বর জার্সি পান মেসি।

এনজে

 

শেয়ার