Top
সর্বশেষ

ব্যাক ব্যাংক-মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি

০৬ জানুয়ারি, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
ব্যাক ব্যাংক-মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি

পেমেন্ট গেটওয়ে সেবা দেওয়ার লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। দেশের কোনো সরকারি বন্দর কর্তৃপক্ষের সাথে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম পেমেন্ট গেটওয়ে চুক্তি। এই অংশীদারিত্ব একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং ব্র্যাক ব্যাংক সাউথ জোনের সিনিয়র জোনাল হেড, তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গত ২ জানুয়ারি বাগেরহাটের মোংলায় মোংলা বন্দর কার্যালয়ে এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এখন থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সহজেই বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ান-স্টপ সেবা, জাহাজ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা, যান্ত্রিক সুবিধা, নিয়োগ, খনিজ পানি ইত্যাদি সেবার বিনিময়ে প্রাপ্ত পেমেন্টগুলো নিতে পারবে। বন্দরের স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বন্দরের অফিশিয়াল ওয়েবসাইট (www.empa.com.bd) থেকে ভিসা, মাস্টারকার্ড, ডায়নামিক কিউআর এবং বিকাশ ওয়ালেট ব্যবহার করে পোর্ট ফি পরিশোধ করতে সক্ষম হবেন।

এছাড়া ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ কাস্টমাইজড রিপোর্ট ম্যানেজমেন্ট পোর্টাল সুবিধাও উপভোগ করবে।চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে থেকে সদস্য (অর্থ), মো. আসাদুজ্জামান; সদস্য (প্রকৌশল এবং উন্নয়ন), ড. এ. কে. এম. আনিসুর রহমান; প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা, মো. সিদ্দিকুর রহমান খান; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং, খায়রুদ্দিন আহমেদ; হেড অব গভর্নমেন্ট রিলেশনস, খন্দকার এমদাদুল হক, সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড, আল আমিন শেখ; পাবলিক সেক্টরের ইউনিট হেড, মাহাবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার