Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে জিবিবি পাওয়ার

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে জিবিবি পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০০ বারে ২২ লাখ ৫১ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আমান কটনের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ২৬৩ বারে ৫ লাখ ৫ হাজার ৮৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিরাকলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭৪ বারে ১৮ লাখ ৯০ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ৩ দশমিক ৮০ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৩ দশমিক ৭৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ২ দশমিক ৯২ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২ দশমিক ৬১ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ দশমিক ৮৫ শতাংশ ও রানার অটোমোবাইলসের শেয়ার দর ১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

শেয়ার