বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জোর করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছিল সরকার। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী বলেই গণতন্ত্রের সংগ্রামে রয়েছে। ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বিএনপি। অচিরেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে দলটি।
ড. আব্দুল মঈন খান বলেন, বিরোধী দল নয়, নিজেদের মতো করে সংসদ সাজিয়েছে আওয়ামী লীগ। সরকার কোথায় নেমেছে তা বলার অপেক্ষা রাখে না।
তিনি বলেন, গৃহপালিত লোকদের দিয়ে নির্বাচন করেছে আওয়ামী লীগ। জনগণ এ ভোট প্রত্যাখ্যান করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এম জি