পুঁজিবাজার সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সদস্য মো. আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রহমান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করলে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে এই অভিনন্দন জানান।
সাইফুল বলেন, রহমান একজন সৎ, নিষ্ঠাবান, দৃঢ়চেতা বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি একজন দেশপ্রেমিক, গণমানুষের নেতা। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে। তিনি নিরহংকার, সহজ ও সাধারণ একজন মানুষ। তিনি সকল ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী ও প্রতিশ্রুতিশীল একজন ব্যক্তিত্ব। তিনি ডিবিএর একজন সম্মানিত সদস্য। পুঁজিবাজারের যে কোন স্বার্থে তিনি আমাদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন। আমরা তার এই অবস্থান ও সাফল্যতে আনন্দিত। তিনি মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উন্নয়নে দেশকে সমৃদ্ধশালী করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রহমানকে সরকারের এরুপ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের জন্য ডিবিএ প্রেসিডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এম জি