Top

নিজেরাই নিজেদের ভোটচোর বলছে আওয়ামী লীগ: রিজভী

১২ জানুয়ারি, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
নিজেরাই নিজেদের ভোটচোর বলছে আওয়ামী লীগ: রিজভী

আওয়ামী লীগের পরাজিতরাই শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের প্রচার সম্পাদকও বলছেন, ভোট ডাকাতি হয়েছে। তারা নিজেরাই নিজেদের ভোটচোর, কারচুপির নির্বাচন বলছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। এটা ডামি নির্বাচনের মতো ডামি সরকার।

শিশু কিশোরদের নিয়ে এসে জালভোট হয়েছে। আসল ভোটাররা যাননি। বিরোধীদলীয় নেতাকর্মীদের আহাজারিতে রুদ্ধশ্বাস অবস্থা। বৈধ নির্বাচন হলে, বৈধ মন্ত্রীসভা হলে এটা কথা বলা যেতো। এটা নিয়ে কোনো কথা নাই। এরকম বহু স্বৈরাচারীর পরিণতি বেশি ভাল হয়নি।

এম জি

শেয়ার