Top
সর্বশেষ

ওয়ান ব্যাংক-ফরাজী হসপিটালের চুক্তি

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
ওয়ান ব্যাংক-ফরাজী হসপিটালের চুক্তি

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ও ফরাজী হসপিটাল লিমিটেড এবং ফরাজী ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওয়ান ব্যাংক ও ফরাজী হসপিটাল লিমিটেড এবং ফরাজী ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) পরিজনসহ অগ্রাধিকার ভিত্তিতে সারা বছরব্যাপী ফরাজী হসপিটাল এবং ফরাজী ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সব প্যাথলজিক্যাল ইনভেস্টিগেশনে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ইমেজিং সার্ভিসের ২৫ শতাংশ, বেড চার্জে ১৫ শতাংশ ডিস্কাউন্ট, ডেন্টাল সার্ভিসে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং হেল্থ চেকআপ প্যাকেজ এ আকর্ষণীয় ডিস্কাউন্ট পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার