Top

লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২ ইসরায়েলি নিহত

১৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২ ইসরায়েলি নিহত

ইসরায়েল-হামাস চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ছোড়া একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্রাম কেফার য়ুভালে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর রয়র্টাসের।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা জানান, লেবানন সীমান্তে অবস্থিত কেফার য়ুভালের এক বসতিতে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানে। এতে মা মিরা আয়লন (৭৬) ও ছেলে বারাক আয়ালন (৪৫) নিহত হয়েছেন।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ চেষ্টাকালে ৪ বন্দুকধারীকে হত্যা করেছে। তারা রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, গ্রেনেডসহ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল বলে দাবি করেছে ইসরায়েল। গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে সমসাময়িককাল থেকে ইসরায়েলের সঙ্গে লড়ছে ইরান সমর্থিত লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

এনজে

শেয়ার