Top
সর্বশেষ

কেশবপুরে নবনির্বাচিত এমপি আজিজের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৫ জানুয়ারি, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
কেশবপুরে নবনির্বাচিত এমপি আজিজের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
কেশবপুর প্রতিনিধি :

যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে রোববার দুপুরে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রেক্টর রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার