Top

লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থানের আভাস

১২ আগস্ট, ২০২০ ১১:০৬ পূর্বাহ্ণ
লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থানের আভাস

সোমবার ছোট মূল্য সংশোধনের পর বুধবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজার বড় উত্থানের আভাস দেখা দিয়েছে। প্রথম ১০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৪৩ পয়েন্ট বেড়ে গেছে।

এর আগে গত রোববার শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়। ডিএসইর প্রধান সূচক ১৮০ পয়েন্ট বেড়ে যায়। অবশ্য এর আগের ১০ কার্যদিবসেও শেয়ারবাজারে টানা উত্থান হয়। এতে ১১ কার্যদিবসের টানা উত্থানে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৪৭৫ পয়েন্ট।

এমন টানা উত্থানের পর সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে। ছোট এই মূল্য সংশােধনের পর বুধবার (জন্মাষ্টমীর কারণে মঙ্গলবার লেনদেন বন্ধ ছিল) লেনদেনের শুরুতে আবার বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২৩ কোটি ৪৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৬৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

শেয়ার