Top
সর্বশেষ

শেরপুরে নবনির্বাচিত সংসদ ছানুকে গণসংবর্ধনা

১৭ জানুয়ারি, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
শেরপুরে নবনির্বাচিত সংসদ ছানুকে গণসংবর্ধনা
শেরপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে হাজার হাজার গাড়ির বহর নিয়ে গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শেরপুর সদর আসনের শেষ সীমানা নকলা উপজেলা থেকে কয়েক হাজার মোটরসাইকেল ট্রাক প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে তার সমর্থকরা শোডাউন করে শেরপুর জেলা শহরে প্রবেশ করেন।

এ সময় পথের মধ্যে তারাকান্দি, বিশ্ববাজার, কানাশাখোলা ও নবীনগর এলাকায় পথসভায় অংশ নেয়।

পরে সন্ধ্যার পর সর্বশেষ শেরপুর শহরের শহীদ দারোগআলী পৌর পার্কে এক জনসভায় উপস্থিত হন।পথসভায় ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘আমার কোন রাগ নাই,আমার কোন হিংসা নাই,আমি সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। ‘

তিনি আরও বলেন,আমি আপনাদের এমপি হিসেবে নয়, কামলা হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের পায়ের কাছে থাকতে চাই, আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই। আমার কাছে পুরো শেরপুর এক। এখানে পূর্ব-পশ্চিম বা উত্তর দক্ষিণ বলে কিছু নেই।

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভপাতি সামছুন্নাহার কামাল, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের নেতা দেবাশীষ ভট্রচার্য, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োযীদ হাসানসহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর রুমান বলেন, এখন আর শেরপুর জেলায় কোন অনিয়ম দূর্ণীতি করতে দেয়া হবেনা। তারাকান্দি বাজার, সাবরেজিস্ট্রি অফিসসহ সব স্থানে চাদাবাজী বন্ধ করতে হবে। বর্তমান এমপি সাহেবের মাধ্যমে শেরপুরে রেললাইন, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল উন্নয়ন মূলক কাজ অব্যহত রাখা হবে।

 

শেয়ার