Top

৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

চলমান ও আসন্ন সকল পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন? এতদিন কি করোনা ছিল না? এমন সব প্রশ্ন আন্দোলনকারী শিক্ষার্থীদের। বলছেন, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ূম বলেন, ‘পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। শান্তি পূর্ণভাবে অবস্থান করছে। আমার সঙ্গে কথা হয়েছে, কিছু সময় পর তারা এখান থেকে চলে যাবে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল খুলে দেয়ার দাবির পরিপ্রেক্ষিতে গত ২ দিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার তারিখ জানান। সেই সঙ্গে চলমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

এরপর গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের এমন আদেশ পত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে।

শেয়ার