পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী মাসে কোম্পানিটির অনুষ্ঠিতব্য ইজিএম ভার্চুয়াল মাধ্যমের পরিবর্তে শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। যার পরিবর্তিত স্থানের ঠিকানা- চট্টগ্রামের পটিয়া অঞ্চলের হালিম খার চার্মের মিলিটারি পুল এলাকা। যা হাক্কানি পাল্পের ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত।
এদিকে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তকে অনুমোদন দিতে আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয় বিশেষ সাধারণ সভা বা ইজিএম করবে। এজন্য ভার্চুয়াল মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিলো চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত কোম্পানিটির নিবন্ধিত ভবন। কিন্তু অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।
স্থান পরিবর্তন ব্যতীত কোম্পানিটির অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ৯ জানুয়ারি।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস