Top
সর্বশেষ

শেরপুরের নকলায় কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত 

২২ জানুয়ারি, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
শেরপুরের নকলায় কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত 
  শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় কাভার্ডভ্যানের চাপায় . জলিল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নকলাফুলপুর আঞ্চলিক সড়কের কুর্শাবাদাগৌড় এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত . জলিল কুর্শাবাদাগৌড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ছিলেন।

প্রসঙ্গে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, কুর্শাবাদাগৌড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে . জলিল রাস্তা পার হচ্ছিলেন।

সময় ময়মনসিংহ থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি ওই ঘটনায় পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নিশ্চিত করেন।

শেয়ার