Top

চীনে ভূমিধসে নিহত বেড়ে ১১

২৩ জানুয়ারি, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
চীনে ভূমিধসে নিহত বেড়ে ১১

চীনের ইউনান প্রদেশের ঝাওটং শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এতে এখন পর্যন্ত ১১ জন নিহত এবং ৪৭ জন আটকে আছে বলে জানা গিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে এ ভূমিধস হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই অঞ্চলে সর্বাত্মক উদ্ধারকাজ চালাতে নির্দেশ দিয়েছেন। ওই অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড় ভেঙে এ ভূমিধস হয়েছিল।

ওই অঞ্চল থেকে পাঁচশর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মী ওই অঞ্চলে নিয়োজিত রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাতভর অব্যাহত ছিল।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।তবে, কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি।

এনজে

শেয়ার