Top
সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোড সেফটি টুর্নামেন্ট

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশ ও ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোড সেফটি টুর্নামেন্ট

আগামী ৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আয়োজিত ২০২১ সালের রোড সেফটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ লিজেন্ডস। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টটির সূচি। প্রথম দিনেই মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

গত বছর শুরু হয়েছিলে এ টুর্নামেন্টের প্রথম আসর। কিন্তু চার ম্যাচ আয়োজন করার পর মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ হয়ে যায় ক্রিকেট। সেই আসরের বাকি ম্যাচগুলো রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নতুন দল হিসেবে যুক্ত হবে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। আরও খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে করোনা মহামারীর কারণে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।

১৭ দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ মার্চ। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

রোড সেফটি টুর্নামেন্ট ২০২১ এর সূচি :

তারিখ                                                     ম্যাচ
৫ মার্চ, শুক্রবার                           ভারত বনাম বাংলাদেশ
৬ মার্চ, শনিবার                            শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ
৭ মার্চ, রবিবার                              ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৮ মার্চ, সোমবার                           দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা
৯ মার্চ, মঙ্গলবার                           ভারত বনাম ইংল্যান্ড
১০ মার্চ, বুধবার                              বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ মার্চ, বৃহস্পতিবার                     ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
১২ মার্চ, শুক্রবার                           বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ মার্চ, শনিবার                             ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১৪ মার্চ, রবিবার                              শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
১৫ মার্চ, সোমবার                           দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
১৬ মার্চ, মঙ্গলবার                          ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৭ মার্চ, বুধবার                                প্রথম সেমিফাইনাল
১৮ মার্চ, শুক্রবার                            দ্বিতীয় সেমিফাইনাল
২১ মার্চ, রবিবার                               ফাইনাল

শেয়ার