Top
সর্বশেষ

মেহেদী হাসান মিরাজ রিবক ক্রিকেটের ব্র্যান্ড এ্যাম্বাসেডর

২৩ জানুয়ারি, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
মেহেদী হাসান মিরাজ রিবক ক্রিকেটের ব্র্যান্ড এ্যাম্বাসেডর

স্পোর্টস ওয়ার্ল্ড বাংলাদেশের সহযোগিতায় ক্রীড়া সামগ্রীর আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রিবক ক্রিকেট’ বাংলাদেশে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ব্র্যান্ড এ্যাম্বাসেডর ঘোষণা করেছে। এ লক্ষ্যে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিবক এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এই চুক্তি স্বাক্ষর হয়। মেহেদী হাসান মিরাজ এবং রিবক ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড ডিরেক্টর এম. এইচ. খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় স্পর্টস ওয়ার্ল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহান আহমেদ খান ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মেহেদী আহমেদ মিরাজ বলেন, ‘আমার ক্রিকেট জীবনে প্রথমবারের মত একটা আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে খুবই আনন্দিত। আশা করি রিবক এর সাথে এই এনগেজমেন্ট ক্রিকেট বিশ্বে আমার পরিচিতি আরও বহুগুন বৃদ্ধি করবে।’ মিরাজ যতদিন ক্রিকেট খেলবেন, ততদিন রিবক এর সাথে থাকার ঘোষণা দেন।

রিবক কর্মকর্তারা জানান,বাংলাদেশে একজন সেরা ক্রিকেটারের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আগামী দিনগুলোতে তাঁরা ভাল কিছু করার জন্য মুখিয়ে আছে। স্পোর্টস ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ মার্কেটিং পার্টনার ম্যাক্স লেভেল লিমিটেড মিরাজের সঙ্গে রিবক ক্রিকেটের চুক্তি স্বাক্ষরের বিষয়ে একত্রিত হয়ে কাজ করেছে।

শেয়ার