Top
সর্বশেষ

বায়ুদূষণে ঢাকার অবস্থান ৫, অস্বাস্থ্যকর বাতাস

২৪ জানুয়ারি, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
বায়ুদূষণে ঢাকার অবস্থান ৫, অস্বাস্থ্যকর বাতাস

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল আটটা ৩২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা গেছে। যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ২৮৭, ২১৮ ও ১৭০ স্কোর নিয়ে তালিকায় ১, ৩ ও ৮ নম্বরে আছে যথাক্রমে ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই। ২৩৪ স্কোর নিয়ে ২ নম্বরে পাকিস্তানের করাচি ও ১৭০ স্কোর নিয়ে ৯ নম্বরে লাহোর অবস্থান করছে।

এদিকে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) ৩২৬ স্কোর নিয়ে তালিকায় ১ নম্বরে থাকা বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো আজ বুধবার ২০৬ স্কোর নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে। ১৮১ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাটার ৬, ১৭৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ৭ এবং ১৬০ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১০ নম্বরে আছে।

বিএইচ

শেয়ার