Top
সর্বশেষ

ধর্ষণের মামলা করায় বাদীকে পিটিয়ে হত্যা, পলাতক ৬ আসামি গ্রেফতার

২৪ জানুয়ারি, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
ধর্ষণের মামলা করায় বাদীকে পিটিয়ে হত্যা, পলাতক ৬ আসামি গ্রেফতার

নেত্রকোনার আটপাড়ার ধর্ষণের মামলা করায় বাদীকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ছদ্দবেশে থাকা পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি টিম।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‌্যাবের উপ-পরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামরে মৃত চান মিয়া ফকিরের ছেলে মোঃ নুরুল হক (৩৮), মোঃ সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫)। একই এলাকার কালাম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ মিয়া (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হিমন মিয়া (৩০) ও মৃত নুর মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া (৩০)। মঙ্গলবার ভোর রাতে ঢাকার টঙ্গি গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাবের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এর আগেও গত ২১ তারিখ একই মামলার আসামি শাহজাহানের দুই ছেলে মোঃ অসীম (২৫), মোঃ রাজু মিয়াকে (২৩) গ্রেফতার করে আটপাড়া থানায় হস্তান্তর করে।

জানা গেছে, আটপাড়ার তেলিগাতি পালগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে ধৃত আসামীরা প্রতিবেশি খোকন মিয়া সহ কয়েক জনকে মিথ্যা মামলায় জড়ায়। যে কারনে পুরুষরা বাড়ি থেকে পালিয়ে থাকার সুযোগে খোকন মিয়ার স্ত্রী সেলিনা আক্তারকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।

পরে ভিকটিম নিজে বাদী হয়ে গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ প্রতিবেশি মাসুদ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নারী শিশু আইনে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ জানুয়ারী রাতে সেলিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে বাদীকে উঠানে নিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে।

পরে প্রতিবেশি স্বজনসহ পুলিশের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওইদিন ভোরবেলা ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক থাকলেও মামলার বিশ্লেষণ করে র‌্যাবের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিএইচ

শেয়ার