Top
সর্বশেষ

সরিষায় ভাগ্য পরিবর্তনের আশা কৃষকদের 

২৪ জানুয়ারি, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
সরিষায় ভাগ্য পরিবর্তনের আশা কৃষকদের 
পাবনা প্রতিনিধি :

সরিষায় অধিক ফলনে ভাগ্য পরিবর্তনের আশায় স্বপ্ন বুনছে পাবনার ঈশ্বরদীর কৃষকরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার অধিকাংশ সরিষা ক্ষেতে ফুলের সমারহ সৃষ্টি হয়েছে। মাঠ জুড়ে হলুদ আর হলুদের সমারহ।  ইতোমধ্যে বেশিরভাগ সরিষা ক্ষেতে সরিষার দানা যুক্ত শীষ আসতে শুরু করেছে। পরিপক্ব হতে শুরু করেছে দানা এতে অধিক  ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা।

লাভের আশায় তাদের মুখে এখন হাসি। উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে সরিষার আবাদ দেখা গেছে। মাঠ জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। ফুলে মধু আহরণে ভীড় করছে মৌমাছির দল। সেই সাথে দেশের বিভিন্ন এলাকা থেকে সৃজনাল মৌয়ালরা মধূ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

আমন ফসল ঘরে তোলার পর স্বল্প সময়ে সরিষা একটি লাভজনক ফসল হওয়ায় এখন বাণিজ্যিকভাবে সরিষা চাষ অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ঈশ্বদীর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৭৫০ হেক্টর জমিতে এ বছর সরিষা চাষ হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় চলতি মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবার সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষক। এতে করে প্রান্তিক কৃষকদের মাঝে ফুটেছে হাসির ঝিলিক।

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃষক মোতাহার হোসেন  বলেন, ধান কাটার পর  আমার তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বারের তুলনায় এ বছর ভালো ফলন হবে । এ বছর বিঘা প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা খরচ করেছি। কম খরচ ও অল্প দিনের পরিচর্যার মাধ্যমে অধিক লাভবান হওয়া যায় সরিষা চাষে। তাই ধান কাটার পর জমিতে সরিষা চাষ করছি।

উপজেলার মুলাডুলি ইউনিয়নের কৃষক আব্দুল মোতালেব  জানান, এ বছর সরিষার ভালো ফলন আশা করছি। সরকার যদি দেখভাল করেন তবে মুলাডুলিসহ  ঈশ্বরদী উপজেলা তথা পুরো দেশের কৃষকগণ ন্যায্য মূল্য  পেতে পারেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা রানী সরকার বলেন, এবছর উচ্চ ফলনশীল জাতের ‘বারি ৯, বারি ১৪’, ‘বারি ১৫, বারি ১৭, বারি ১৮ জাতের সরিষা চাষ হচ্ছে। এ বছর চাষিরা যেন অধিক লাভবান হতে পারে সেজন্য বিনা ৪ ও ৯’ জাতের সরিষার বীজ দেওয়া হয়েছে। গত বছর কৃষকরা সরিষার মূল্য ভালো পেয়েছে, এতে সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

শেয়ার